এলজি ১ টন এসির দাম কত ২০২৫ । ১ টন এলজি এসির অফিসিয়াল দাম নিয়ে আজকে আলোচনা করা হবে। যারা এলজি এসির দাম জানতে চান তাদের জন্য পোষ্টটি গুরুত্বপূর্ণ।
এলজি ( LG ) এসি একটি জনপ্রিয় ও বিশ্বস্ত এসি ব্র্যান্ড। তারা দীর্ঘদিন ধরে উন্নত মানের এসি তৈরি করে আসছে।এলজি এসিতে রয়েছে ডুয়েল ইনভার্টার কম্প্রেসার, ব্লুটুথ কন্ট্রোল, ওয়াই-ফাই সুবিধা , বিদ্যুৎ সাশ্রয়ী সহ আধুনিক সুযোগ সুবিধা।
এলজি ( LG ) এসির ভালো দিক :
এলজি এসি অত্যন্ত শক্তিশালী ও বিদ্যুৎ সাশ্রয়ী। এটি ব্যবহারে কম বিদ্যুৎ খরচ করে হয়।
এলজি এসিতে আধুনিক ফিচার থাকায় এসি সহজেই গরম হাওয়া কে ঠান্ডা করতে পারে। এর মাধ্যমে দ্রুত শীতল হাওয়া পাবেন।
এছাড়া এলজি এসির একটি বড় সুবিধা হচ্ছে আকর্ষণীয় ডিজাইন ও এসি কন্ট্রোল সিস্টেম। এর ফলে আপনার স্মার্টফোন দিয়ে এসি ব্যবহার করতে পারবেন।
এলজি এসির আরেকটি ভালো দিক হচ্ছে বাতাস ফিল্টারের মাধ্যমে ব্যাকটেরিয়া ও জীবাণুমুক্ত স্বাস্থ্যকর বাতাস ছড়ায় ।
২০২৫ সালে এলজি ১টন ডুয়েল ইনভার্টার এসির দাম সর্বনিম্ন ৯০,০০০ টাকা । এলজি এসি গুলোর ফিচারের উপর ভিত্তি করে দাম আলাদা হয়ে থাকে।
অন্যান্য এসির দাম জানতে নিচের লিংকে ক্লিক করুন
বাংলাদেশে গ্রী এসির দাম কত ২০২৫
এলজি এসির দাম ২০২৫
LG ১ টন ডুয়েল ইনভার্টার এসি – মডেল: LG S4UQ12JA2PC ৳ ৯০,৮৯৯ /-
LG ১ টন ডুয়েল ইনভার্টার এসি – মডেল: LG S4UQ12JA3AC ৳ ৯৫,৮৫৫ /-