কিস্তিতে এসি ক্রয় ২০২৫

কিস্তিতে এসি ক্রয় ২০২৫ ; কিস্তিতে পণ্য ক্রয়ের সুবিধা ও সর্বনিম্ন ডাউনপেমেন্টে এসির কেনার উপায় কি – জানুন

আপনি যদি কিস্তিতে এসি কিনতে চান তাহলে আপনাকে কিছু বিষয়ে ধারণা রাখতে হবে। আপনারা অনেকেই কিস্তিতে পণ্য কিনতে চাচ্ছেন কিন্তু কিভাবে কিনবেন তা জানেন না । তাই আজকে আপনাদের সাথে কিস্তিতে কিভাবে পণ্য বা এসি কিনবেন সে বিষয় নিয়ে আলোচনা করবো।

বর্তমানে বাংলাদেশে কিস্তিতে পণ্য বা এসি ক্রয় দিন দিন জনপ্রিয় হচ্ছে। বেশিরভাগ মানুষ কোনো পণ্য কিনে ধীরে ধীরে তা পরিশোধ করতে পছন্দ করেন। তাদের মতামত কে গুরুত্ব দিয়ে অনেক ব্র্যান্ড কিস্তি ও ডাউন পেমেন্ট সুবিধা নিয়ে এসেছে। এর ফলে আপনি নির্দিষ্ট কিছু টাকা দিয়ে পণ্য ক্রয় করতে পারবেন এবং বাকি টাকা কিস্তিতে পরিশোধ করতে পারবেন।

কোন এসির দাম কত জেনে নিন

ওয়ালটন এসি দাম কত

বর্তমানে ভিশন এসির দাম

গ্রী ১ টন ১.৫ ও ২ টন এসি কত টাকা

এলজি এসির দাম ২০২৫

কিস্তিতে এসি কেনার সুবিধা:

  • সময় নিয়ে টাকা পরিশোধের সুযোগ: এসি কিনতে অনেক টাকা লাগে। কিস্তিতে এসি কিনলে বড় সুবিধা হচ্ছে এককালীন সব টাকা পরিশোধ না করে কয়েক মাসে পরিশোধ করতে পারবেন।
  • সর্বনিম্ন ডাউনপেমেন্ট সুবিধা: এসির উপর ভিত্তি করে ব্রান্ড গুলো সর্বনিম্ন ৫% থেকে ১০% কিস্তি সুবিধা দিয়ে থাকে
  • বিশাল কিস্তি সুবিধা:‌ কিস্তিতে এসি কেনার ক্ষেত্রে আপনি ২৪ থেকে ৩৬ মাস পর্যন্ত কিস্তির টাকা পরিশোধ করতে পারবেন। যা এসি কেনার জন্য সুবর্ণ সুযোগ

কিস্তিতে এসি বা পণ্য কেনার শর্তাবলী:

  • গ্রাহক বা ক্রেতার বয়স ১৮ বছর থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।
  • ক্রেতার আয়ের উৎস থাকতে হবে অর্থাৎ যেকোনো চাকরি বা ব্যবসা।
  • বাংলাদেশী নাগরিকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি ও ছবি
  • গ্রান্টার বা সাক্ষীর হিসেবে দুজনের ছবি ও আইডি কার্ডের ফটোকপি

কিস্তিতে এসি কেনার নিয়ম:

কিস্তিতে এসি কেনার জন্য সর্বপ্রথম আপনাকে এসির ব্রান্ড বা শোরুম নির্বাচন করতে হবে। যেমন বিভিন্ন এসির ব্রান্ড ভিশন , ওয়ালটন , স্যামসাং, এল জি ও প্যানাসনিক কিস্তিতে এসি বিক্রি করে থাকে।
তাদের যেকোনো শোরুমে গিয়ে আপনি শর্ত মেনে এসি ক্রয় করতে পারবেন।
অর্থাৎ আপনি যদি ওয়ালটন এসি ক্রয় করতে চান তাহলে সর্বপ্রথম ওয়ালটন শোরুমে আপনাকে যোগাযোগ করতে হবে। তারপর আপনার পছন্দের মডেলের এসি বাছাই করে তাদের শর্তগুলো জেনে নিবেন। তাদের কিস্তি সুবিধা, কত পার্সেন্ট ডাউন পেমেন্ট রয়েছে তা দেখে নিতে হবে। সবকিছু ঠিকঠাক হলে আপনার প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দিষ্ট পরিমান টাকা জমা দিয়ে এসি কিনতে পারবেন। পরবর্তীতে কিস্তির মাধ্যমে বাকি টাকা পরিশোধ করবেন। মূলত আপনি এভাবেই কিস্তির মাধ্যমে এসি ক্রয় করতে পারবেন।

1 thought on “কিস্তিতে এসি ক্রয় ২০২৫”

Leave a Comment