প্যাকেজ টাইপ এসি কি : একক ইউনিটের এসি সিস্টেম মূলত প্যাকেজ এসি। প্যাকেজ টাইপ এসি এবং এর ক্ষমতা ও দাম কত ইত্যাদি জানতে পোষ্টটি পড়ুন
প্যাকেজ টাইপ এসি কি ?
What is the package type AC?
প্যাকেজ টাইপ এয়ার কন্ডিশনার বা এসি তে কম্প্রেসার, কয়েল, কনডেন্সার সহ সকল যন্ত্রাংশ একটি প্যাকেজের মধ্যে যুক্ত থাকে তাকে প্যাকেজ টাইপ এসি বলে ।
প্যাকেজ টাইপ এসি সাধারণত বড় ধরনের জায়গায় বা বাণিজ্যিক ভাবে ব্যবসা প্রতিষ্ঠান , শপিং মলে ব্যবহার করা হয় । এটি ছোট জায়গায় বা বাসায় ব্যবহার করার জন্য নয়।
বাংলাদেশে কম দামে ভালো এসি কিনুন
প্যাকেজ এসির ক্ষমতা কত
প্যাকেজ টাইপ এসি ৫ টিআর থেকে শুরু করে প্রায় ১০০ টিআর ক্ষমতার হয়ে থাকে ।
প্যাকেজ টাইপ এসি কয়েক ধরনের হয়ে থাকে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ডিজাইন করে নিতে পারবেন। এসির ক্ষমতা বিটিইউ/ঘন্টা হিসেবে ধরা হয়। অর্থাৎ ১ টন = ১২০০০ বিটিইউ
যদি আপনি ৫ টন এসি ব্যবহার করেন তাহলে ৬০,০০০ বিটিইউ/ঘন্টা হবে।
কিভাবে প্যাকেজ এসির ক্যাপাসিটি নির্ণয় করবেন ?
সাধারনত কোনো স্থানে এসি ব্যবহার করতে হলে ঐ জায়গার আকার আকৃতির উপর এসির ক্যাপাসিটি নির্ভর করে। যেমন ৩০০ থেকে ৬০০ স্কয়ার ফুট স্থানের জন্য ১ টন প্যাকেজ এসির প্রয়োজন। এখন যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান ২ হাজার স্কয়ার ফুট বা তার বেশি হয় তাহলে আপনি ৫ টন এসি ব্যবহার করবেন।
এই হিসাবে আপনার স্কয়ার ফুট নির্ণয় করে সঠিক ক্যাটাগরির এসি কিনতে পারবেন।
কিস্তিতে এসি কিনতে চান? কিস্তিতে এসি কেনার উপায় কি
ভালো প্যাকেজ টাইপ এসির কোনটা
Best package type ac bangladesh
বাংলাদেশে প্যাকেজ টাইপ এসি কিনতে চাইলে কয়েকটি ব্র্যান্ডের এসি কিনতে পারেন। তাদের প্যাকেজ টাইপ এসি গুলো ভালো কোয়ালিটির হয়ে থাকে।
স্যামসাং: প্যাকেজ টাইপ এসি কেনার জন্য স্যামসাং ব্যান্ড প্রথমে থাকবে। আপনি চাইলে স্যামসাং শোরুমে গিয়ে যোগাযোগ করতে পারবেন।
এলজি: এলজি ইলেকট্রনিক এসির ক্ষেত্রে বরাবরই এগিয়ে। এলজি প্যাকেজ এসি ভালো মানের হয়ে থাকে , কোয়ালিটি বিবেচনা করলে কিনতে পারেন
এছাড়াও অন্যান্য এসি ব্রান্ড গুলো জেনারেল, গ্রী , হাইসেন্স, হায়ার, ডাইকি উন্নত মানের প্যাকেজ এসি তৈরি করে আপনি তাদের এসি গুলো দেখে শুনে ক্রয় করবেন।
বাংলাদেশে প্যাকেজ এসির দাম কত
Package type ac bangladesh price
আপনি যে কোনো ধরনের এসি কিনুন না কেন দামের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কারণ আমরা দামের উপর হিসাব করেই সবকিছু কিনে থাকি । এসির দামের ক্ষেত্রে দাম নির্ভর করে এসির সাইজ, মডেল, পারফরমেন্স ও ক্যাটাগরির উপর।
এসির দাম সুনির্দিষ্ট নয় সবসময় দাম পরিবর্তন হয়ে থাকে। প্যাকেজ টাইপ এসির দাম নিয়ে ধারণা দেয়া হয়েছে তবে সেটা ভবিষ্যতে পরিবর্তন হতে পারে
প্যাকেজ এসির দাম ২,০০,০০০ টাকা থেকে ১২,০০,০০ টাকা বা তার বেশি হয়। দাম নির্ভর করবে আপনি কত টন এসি কিনবেন, এসি ইনভার্টার না নন ইনভার্টার ইত্যাদির ওপর। তাই প্যাকেজ টাইপ এসি কিনতে হলে সরাসরি ব্র্যান্ড গুলোর শোরুমে যোগাযোগ করুন।