ফ্রিজ ও এসির কাজ কোথায় শিখব, এসির কাজ শিখতে কতদিন লাগে | ac servicing tips

এসির কাজ শিখতে চান অথবা এসি প্রশিক্ষণ নিতে চাইলে পোষ্টটি ফলো করুন। এসির কাজ শিখতে কত দিন লাগে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো

এসি ও ফ্রিজ আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস। এগুলো নষ্ট হলে মেরামত করার প্রয়োজন পড়ে। অনেকেই এসি বা ফ্রিজের কাজ শিখতে চান। এসি বা ফ্রিজের মেরামতের ব্যবসা করে লাভবান হতে চান তাদের বিষয় নিয়ে আজকে আলোচনা করব।

 

কিস্তিতে এসি কিনতে চান? কিস্তিতে এসি কেনার উপায় কি

 

ফ্রিজ ও এসির কাজ কোথায় শিখব

আপনি যদি এসি বা ফ্রিজের মেরামতের কাজ শিখতে চান তাহলে বেশ কয়েকটি মাধ্যমে আপনি প্রশিক্ষণ নিতে পারেন। এসি বা ফ্রিজ প্রশিক্ষণ নেওয়ার আগে আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন মাধ্যমে বা কিসের মাধ্যমে প্রশিক্ষণ নিতে চাচ্ছেন। যেমন ধরুন আপনি চাইলে বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র বা ইনস্টিটিউ ট এর মাধ্যমে কাজ শিখতে পারেন আবার আপনি যদি চান তাহলে বিভিন্ন অনলাইন কোর্স বা প্র্যাকটিক্যাল কোর্স করে শিখতে পারবেন এছাড়াও আরো কিছু মাধ্যম আছে যেমন আপনি চাইলে কারিগরি প্রতিষ্ঠান গুলো থেকে এসব কাজ শিখতে পারবেন , কোথা থেকে এসি বা ফ্রিজের কাজ শিখবেন তা নিয়ে একটু আলোচনা করা যাক:

সরকারি প্রশিক্ষণ কেন্দ্র
সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে কারিগরি প্রতিষ্ঠান,  পলিটেকনিক ইনস্টিটিউট , টেকনিক্যাল স্কুল ইত্যাদি। আপনি যদি সরকারি মাধ্যমে প্রশিক্ষণ নিতে চান তাহলে আপনার কোন টাকা খরচ হবে না। সরকারি প্রশিক্ষণগুলো সরকার কর্তৃক বিনামূল্যে প্রদান করা হয় এবং প্রশিক্ষণ চলাকালীন মাসিক ভাতা বা দৈনিক ভাতা সুবিধা রয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রশিক্ষণ নিতে হলে নির্ধারিত অফিস বা কেন্দ্রে আপনাকে যোগাযোগ করতে হবে এবং তাদের পরীক্ষা বা ইন্টারভিউ এর মাধ্যমে আপনি প্রশিক্ষণ নিতে পারবেন

বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র
আপনি যদি বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে এসি বা ফ্রিজের কাজ শিখতে চান তাহলে কি টাকার বিনিময়ে আপনি শিখতে পারবেন। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রাইভেট ইনস্টিটিউট বা বেসরকারি কারিগরি প্রতিষ্ঠান, বিভিন্ন মেকানিক্যাল প্রশিক্ষণ সেন্টার। বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে আপনার কোন পরীক্ষা বা ইন্টারভিউ দেয়া লাগবেনা কিন্তু আপনার কিছু টাকা ব্যয় করতে হতে পারে। তবে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি ভালোভাবে কাজ শিখতে পারবেন। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা গুরুত্বের সঙ্গে এসি বা সিরিজের কাজগুলো শিখিয়ে থাকে।

অনলাইন কোর্স বা প্রশিক্ষণ কেন্দ্র
বর্তমানে সময়ে অনলাইনে পড়ালেখা বা যেকোন কিছু শেখা একটা সহজ বিষয়ে পরিণত হয়েছে। কারণ এমন কিছু নেই যা আপনি অনলাইনে শিক্ষতে বা জানতে পারবেন না। তাই এসি বা ফ্রিজ কাজ শেখা মোটেও কঠিন বিষয় নয়। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ফ্রিজ বা এসির কাজ শিখতে পারবেন। আপনি অনলাইনে কোর্স কিনে শিখতে পারেন অথবা ফ্রি ইউটিউব ভিডিও দেখেও কাজ শিখতে পারেন। এটা মূলত আপনার ইচ্ছার উপর নির্ভর করে ।

বাংলাদেশে কম দামে ভালো এসি কিনুন

 

এসির কাজ শিখতে কতদিন লাগে

যে কোনো কিছু লেখার একটা নির্দিষ্ট সময় থাকে। ফ্রিজ বা এসির কাজ শিখতে হলে আপনাকে সময় ব্যয় করে শিখতে হবে। এখন কত দিন সময় লাগে এটি নির্ভর করবে আপনি কিসের মাধ্যমে ফ্রিজ বা এসির কাজ শিখবেন। ফ্রিজ বা এসির কাজ শিখতে কোন মাধ্যমে কতদিন সময় লাগবে তার একটি ধারণা নিন

সরকারি প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিজ বা এসির কাজ শিখতে ৪ মাস থেকে ৬ মাস লাগতে পারে।

বেসরকারি প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিজ বা এসির কাজ শিখতে ৩ মাস থেকে ৬ মাস সময় লাগে।

অনলাইনে মাধ্যমে ফ্রিজ বা এসির কাজ শিখতে কত সময় লাগবে সেটা নির্ভর করবে আপনি কত তাড়াতাড়ি কাজটি শিখতে পারবেন। কারণ এগুলোতে সময় উল্লেখ নেই আপনি ফ্রিজ বা এসির কাজ ইউটিউব থেকে ২/৩ মাসে আয়ত্ত করতে পারবেন।

1 thought on “ফ্রিজ ও এসির কাজ কোথায় শিখব, এসির কাজ শিখতে কতদিন লাগে | ac servicing tips”

Leave a Comment