বিকাশ পে লেটার ব্যবহার করে আপনি অনলাইন থেকে এখন বাকিতেই কেনাকাটা করতে পারবেন । বিকাশ নিয়ে এসেছে এমনই সুবিধা যা বিকাশ ব্যবহারকারীদের জন্য অবশ্যই সুখবর । অর্থাৎ আপনি কিছু কিনতে চান কিন্তু বিকাশে কোনো ব্যালেন্স নেই তারপরও এখন থেকে কিনতে পারবেন । নতুন গ্রাহক সুবিধা নিয়ে এলো বিকাশ ও সিটি ব্যাংক পিএলসি।
আপনি কেনাকাটা করতে চাচ্ছেন কিন্তু টাকা নেই । আপনি যদি বিকাশ ইউজার হয়ে থাকেন বা আপনার যদি কোনো বিকাশ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কেনাকাটার জন্য টাকা নিয়ে ভাবতে হবে না। কারণ আপনি কেনাকাটা করবেন আর পরিশোধ করবে বিকাশ। অবাক হচ্ছেন তো ! সত্যি অবাক হওয়ার মতো বিষয় হলেও এটাই বাস্তব । এমন চমকপ্রদ সুবিধা নিয়ে এসেছে পে লেটার সিস্টেম ( pay later ) । বিকাশ পে লেটার নিয়ে আজকে A to Z আলোচনা করব।
আসুন জেনে নেই বিকাশ পে লেটার কি ? কিভাবে বিকাশ পে লেটার দিয়ে বাকিতে কেনাকাটা করবেন । এবং কিভাবে পরবর্তী সময়ে পরিশোধ করবেন ।
বিকাশ পে লেটার কি । Bkash pay later
‘পে লেটার’ বা ‘লেটার পে’ অর্থ হচ্ছে পরে পরিশোধ। অর্থাৎ আপনি টাকা ছাড়া কিছু কিনতে পারবেন যা পরবর্তীতে পরিশোধ করার জন্য বিকাশ নির্দিষ্ট সময় দিবে। বিকাশ পে লেটার এটি ব্যবহারকারীদের বিল পরিশোধের জন্য সময় দেয় ।
বিকাশ পে লেটারের কিছু সুবিধা :
- বিকাশ পে লেটার দিয়ে আপনি ৫০০ থেকে ৩০০০০ টাকা পর্যন্ত লোনের মাধ্যমে কিনতে পারবেন।
- আপনি ১ সপ্তাহ অর্থাৎ ৭ দিনের মধ্যে পরিশোধ করলে কোনো অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হবে না।
- পে লেটার ব্যবহার করতে কোনো ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন নেই।
- লোন পরিশোধের করার জন্য নির্দিষ্ট সময় রয়েছে। আপনি ৭ দিনে / ৩ মাসে বা ৬ মাসে লোন পরিশোধ করতে পারবেন।
আরো পড়ুন সেরা ১০ টি স্মার্টফোনের নাম
আসুন দেখে নেই কিভাবে বিকাশ পে লেটার ব্যবহার করবেন ?
ধাপ ১ : বিকাশ অ্যাপে লগ-ইন করে , পেমেন্ট (payment) অপশন সিলেক্ট করুন
ধাপ ২ : কেনাকাটার টাকা পরিশোধ করতে কিউআর (QR code ) স্কান করুন বা মার্চেন্টের নম্বর প্রদান করুন।
ধাপ ৩ : কত দিনে পরিশোধ করতে চাচ্ছেন ( ৭ দিন বা ৬ মাস ) প্রয়োজনীয় অপশন সিলেক্ট করুন
ধাপ ৪ : বিকাশ পিনকোড প্রদান করুন
ধাপ ৫ : সর্বশেষ ট্যাপ করে ধরে রাখুন, লেনদেন সম্পন্ন হবে ।

আমরা ইতিমধ্যে জেনেছি কিভাবে বিকাশ পে লেটার ব্যবহার করতে হয় । এখন জেনে নিবো কিভাবে বিকাশের পে লেটার বিল অথবা লোন বা কিস্তির টাকা পরিশোধ করবেন।
বিকাশ লোন পরিশোধ করার নিয়ম :
ধাপ ১ : বিকাশ অ্যাপে লগ ইন করে লোন (loan) অপশন সিলেক্ট করুন
ধাপ ২ : আপনি মোট কতটি লোন করেছেন তা প্রদর্শিত হবে। যে লোন পরিশোধ করতে চাচ্ছেন তার পাশে থাকা “লোন বিবরণী” তে ক্লিক করুন
ধাপ ৩: এখন লোন পরিশোধ করুন লেখাতে ক্লিক করবেন
ধাপ ৪ : সবশেষে বিকাশের পিন নম্বর দিয়ে ট্যাপ করে ধরে রাখুন। স্বয়ংক্রিয় ভাবে আপনার ধারকৃত টাকা পরিশোধ হয়ে যাবে।
টেক রিলেটেড সব তথ্য সবার আগে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ধন্যবাদ