সেন্ট্রাল এসির দাম কত , ২০২৫ সালে বাংলাদেশে সেন্ট্রাল এসির নতুন দাম, সেন্ট্রাল এসি সুবিধা ও অসুবিধা নিয়ে জেনে নিন
সেন্ট্রাল এসি কি
সেন্ট্রাল ইংরেজি শব্দ যার অর্থ কেন্দ্রীয়। সেন্ট্রাল এসি বলতে বুঝায় কেন্দ্র থেকে নির্দিষ্ট জায়গা শীতল বা ঠান্ডা করানো। একটি বিশাল জায়গা বা অঞ্চল ঠান্ডা করতে হলে অনেক এসির প্রয়োজন হবে । কিন্তু একটি সেন্ট্রাল এসির মাধ্যমে একসাথে পুরো জায়গা ঠান্ডা করা সম্ভব। সেন্ট্রাল এসি বড় ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল , হাসপাতাল ও কারখানায় ব্যবহার করা হয়। অর্থাৎ সেন্ট্রাল এসি শুধু মাত্র বড় স্থানে ব্যবহার করা হয়
বাংলাদেশে সেন্ট্রাল এসির দাম:
সেন্ট্রাল এসি দাম অন্যান্য এসির থেকে বেশি হয়ে থাকে। সেন্ট্রাল এসির দাম এসির বৈশিষ্ট্য, সাইজ ও মডেলের উপর নির্ভর করে। কারণ সেন্ট্রাল এসি ৫ টন ,১০ টন ও ১৫ টন হয় তাই দামের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে।
একটি বড় বাসা – বাড়িতে সেন্ট্রাল এসি সেট করতে গেলে সর্বনিম্ন ৫ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা খরচ হবে। উল্লেখ্য যে আপনার বাসার আয়তন হিসাবে সেন্ট্রাল এসি লাগানোর খরচ কম বা বেশি হতে পারে।
শপিং মল বা বাণিজ্যিক ভাবে সেন্ট্রাল এসি ব্যবহার করা একটি ব্যয়বহুল বিষয়। কারণ বাণিজ্যিক অঞ্চল বা কারখানায় সেন্ট্রাল এসি লাগাতে ইন্সটল ও রক্ষণাবেক্ষণ খরচ সহ সর্বনিম্ন ১৫ লক্ষ থেকে কোটি টাকা পর্যন্ত ব্যয় হয় । তবে এসির সাইজ , বাণিজ্যিক জায়গায় আয়তন ও অন্যান্য খরচ হিসাব করে ব্যয় কম-বেশি হবে এটি নির্দিষ্ট নয়
ওয়ালটন ১ টন এসির দাম ২০২৫
সেন্ট্রাল এসির সুবিধা:
- একটি মাত্র সেন্ট্রাল এসি দিয়ে বিশাল জায়গা ঠান্ডা করা সম্ভব। আলাদা জায়গার জন্য ছোট এসি ব্যবহার করতে হয় না । একটি সেন্ট্রাল এসি অনেক গুলো ছোট এসির কাজ করে
- কয়েকটি রুম বা আলাদা জায়গায় প্রয়োজন মত তাপমাত্রা বাড়ানো বা কমানো যায়। দরকার মূল এসি বন্ধ না করে নির্দিষ্ট জায়গায় ঠান্ডা হওয়া বন্ধ রাখা যায়।
- সেন্ট্রাল এসি বড় সাইজের হলেও অতিরিক্ত কোনো শব্দ নেই । কারণ এসি টি বাহিরে বা বিল্ডিংয়ের ছাদে বসানো হয় শব্দ ভিতরে আসতে পারে না
- সেন্ট্রাল এসির বিদ্যুৎ খরচ কম হয়। যদি একটি বড় জায়গা ছোট ছোট এসি ব্যবহার করা হয় তাহলে যতটা বিদ্যুৎ খরচ হবে সেন্ট্রাল এসি তে তার থেকে অনেক কম বিদ্যুৎ খরচ কম হয় ফলে বিদ্যুৎ বিল কম আসবে
সেন্ট্রাল এসির অসুবিধা:
- সেন্ট্রাল এসির দাম অনেক বেশি। অনেক ক্ষেত্রে ব্যয়বহুলও বটে।
- একটি সেন্ট্রাল এসির ইনস্টল ও পরবর্তীতে মেইনটেনেন্স খরচ অনেক বেশি। এটি নষ্ট হলে দক্ষ টেকনিশিয়ান প্রয়োজন হয় । সব মিলিয়ে সেন্ট্রাল এসি তে অনেক টাকা ব্যয় হয়