১.৫ টন ইনভার্টার এসির দাম কত ২০২৫ | 1.5 Ton Inverter AC price in Bangladesh

১.৫ টন ইনভার্টার এসির দাম কত ২০২৫ , বর্তমানে বাংলাদেশে ১.৫ টন ইনভার্টার এসি অনেক জনপ্রিয়। বিভিন্ন দামে ইনভার্টার এসি বিক্রি হচ্ছে।১.৫ টন ইনভার্টার এসির দাম জানতে পারবেন আজকের ব্লগে

যে কোনো ব্র্যান্ডের ইনভার্টার এসি গুলো উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হয়। এসির কোয়ালিটি, পারফরমেন্স, ডিজাইন, মডেল ইত্যাদির ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়।

বাংলাদেশে অনেক ব্যান্ডের ইনভার্টার এসি পাওয়া যায়। এগুলো বিভিন্ন মডেল রয়েছে এছাড়া দামের ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে। এখন কয়েকটি ব্র্যান্ডের ১.৫ টন ইনভার্টার এসির দাম জানিয়ে দিবো দেখে নিতে পারেন

সকল ব্যান্ডের ১.৫ টন ইনভার্টার এসির দাম তুলনা করলে বাংলাদেশে ১.৫ টন ইনভার্টার এসির সর্বনিম্ন দাম ৫০,০০০ টাকার আশেপাশে রয়েছে। বিভিন্ন ডিসকাউন্ট বা অন্যান্য অফারে ৫০,০০০ থেকে ৫৫,০০০ টাকার মধ্যে আপনি ইনভার্টার এসি কিনতে পারবেন ।

১.৫ টন ইনভার্টার এসির দাম ২০২৫

 

সিঙ্গার ১.৫ টন ইনভার্টার এসির দাম: সিঙ্গার ১.৫ এসির দাম ৫৯,০০০ টাকা থেকে ৭৮,০০০ টাকার মধ্যে রয়েছে। তাদের বিভিন্ন মডেলের ইনভার্টার এসি রয়েছে আপনি চাইলে তাদের শোরুমে দরদাম করে এসি কিনতে পারেন।

সিঙ্গার এসির দাম ২০২৫

ওয়ালটন ১.৫ টন ইনভার্টার এসির দাম: ২০২৫ সালে ওয়ালটন ১.৫ টন ইনভার্টার এসির দাম সর্বনিম্ন ৬৮,০০০ টাকায় বিক্রি হচ্ছে। ওয়ালটনের ১.৫ টন ইনভার্টার এসির সর্বোচ্চ দাম ১,০৮,০০০ টাকা পর্যন্ত রয়েছে। যদিও তাদের দাম গুলো প্রায় সময় পরিবর্তন করা হয়

ওয়ালটন ১ টন এসির দাম ২০২৫

ভিশন ১.৫ টন ইনভার্টার এসির দাম: বাংলাদেশী ব্যান্ড ভিশনের ইনভার্টার এসি রয়েছে। ভিশন ইনভার্টার ১.৫ এসির দাম ৫৮,০০০ টাকা থেকে ৬২,০০০ টাকা । তাদের ইনভার্টার এসি গুলো সাশ্রয়ী মূল্যে কিনতে পাওয়া যায়

ভিশন এসির দাম ২০২৫

এলজি ১.৫ টন ইনভার্টার এসির দাম: এলজির এসি গুলো সাধারনত ডুয়েল ইনভার্টার হয়ে থাকে। তাই এলজি এসির দাম অন্যান্য এসির থেকে কিছুটা বেশি হয়। এলজি ১.৫ টন ইনভার্টার এসির দাম ১,১৩,০০০ টাকা থেকে ১,২৪,০০০ টাকার মধ্যে রয়েছে। তবে এলজি এসি ডিসকাউন্টে এর থেকে কম দামে কিনতে পারবেন।

এলজি এসির দাম কত

গ্রী ১.৫ টন ইনভার্টার এসির দাম: বাংলাদেশে গ্রী এসির চাহিদা বেশি। প্রায়ই লোকজন গ্রী এসি কিনে থাকে। গ্রী ১.৫ টন ইনভার্টার এসি একটি দামে পাওয়া যাচ্ছে। ২০২৫ সালে এখন পর্যন্ত তাদের আপডেট দাম ৬৮,০০০ টাকা। কিন্তু ভবিষ্যতে এই দাম পরিবর্তন হবে পারে।

গ্রী এসির দাম কত ২০২৫

এখানে আপনাদের দাম সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। দামের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি ই-কমার্স ওয়েবসাইট, শো-রুম, ডিসকাউন্ট অফার এসি কিনতে চান তাহলে দাম অবশ্যই পরিবর্তন হবে। আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা দাম গুলো তাদের অফিসিয়াল ভাবে নির্ধারিত। তারা এই দাম গুলো যেকোনো সময় পরিবর্তন করে থাকে । তাই আমাদের থেকে এসির দামের ধারণা নিয়ে আপনি সরাসরি শোরুম বা ডিলার পয়েন্ট থেকে এসি কিনতে পারেন।

Leave a Comment