বাংলাদেশে কম দামে ভালো এসি কিনুন – আপনার বাসা বাড়ির জন্য কোন এসি গুলো ভালো তা জেনে নিন । এসির আপডেট নিউজ ২০২৫
বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের অসংখ্য এসি রয়েছে। এসির দাম প্রতিনিয়ত বাড়ছে। অনেকেই এসি কিনতে চাচ্ছেন কিন্তু দাম বেশি হওয়ায় কিনতে পারছেন না। সকলেই চায় কম দামে ভালো এসি কিনতে। কিন্তু এসির দাম বেড়ে যাওয়ায় কারণে তা সম্ভব হয় না। অন্যদিকে ভাল এসির দাম অন্যান্য এসির তুলনায় বেশি হয়ে থাকে।
অনেকেই কম দামে এসি খুঁজে থাকেন বা কিনতে চান। যারা কম দামে এসি কিনতে চাচ্ছেন তাদের আজকে কম দামের মধ্যে ভাল এসি কোনগুলো তা জানিয়ে দিবো। কোন ব্র্যান্ডের এসির দাম কম জেনে নিন –
কিস্তি তে এসি কিনতে চান দেখে নিন কিস্তিতে এসি কেনার উপায়
কম দামে এসি কেনার উপায় কি
- কম দামে এসি কিনতে হলে প্রথমেই নির্বাচন করতে হবে আপনি কোন ব্যান্ডের এসি কিনতে চান এবং এসি টি কোন মডেল, এসি তে ইনভার্টার বা নন ইনভার্টার প্রযুক্তি আছে কি-না।
- এরপর লক্ষ করতে হবে আপনার নির্বাচিত এসি তে কোনো ডিসকাউন্ট অফার আছে কিনা। কারণ গরম বা ঠান্ডায় এসি তে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার থাকে ফলে অনেক কম দামে কিনতে পাওয়া যায়।
- যদি আপনার নির্ধারিত এসি তে কোনো ডিসকাউন্ট বা ছাড় না থেকে থাকে তাহলে সমস্যা নেই। বর্তমানে ই-কমার্স ওয়েবসাইট গুলোতে বা অনলাইন যে কোনো শপে ইলেকট্রনিক পণ্যে কম দামে বিক্রি করে থাকে। আপনি চাইলে অনলাইন থেকে কম দামে এসি কিনতে পারবেন ।
- এছাড়া কম দামে এসি কেনার উপায় হচ্ছে আন্তর্জাতিক ব্যান্ড গুলোর এসির দাম অনেক বেশি তাই বাংলাদেশের তৈরি বিভিন্ন এসি গুলো কিনতে পারেন। বর্তমানে বাংলাদেশেও আন্তর্জাতিক মানের এসি তৈরি করা হচ্ছে এবং এগুলো বিশ্বের বাজারে বিক্রি করা হয়। তাই আমাদের দেশীয় এসি কেনা সঠিক সিদ্ধান্ত হবে।
- কমদামে এসি কেনার আরেকটি ট্রিকস হচ্ছে, গরমের সময় এসি না কিনে ঠান্ডার সময় কিনে রাখুন। শীতের সিজনে এসি বিক্রি কম তাই সব এসি তে ডিসকাউন্ট অফার থাকবে ঠিক ঐ সময়ে এসি কিনে রাখুন আপনার টাকা বেঁচে যাবে
- এসি কেনার সময় নতুন মডেলের এসি গুলো না কিনে কিছু দিন আগে আসা মডেলের এসি কিনতে পারেন। পুরাতন মডেলের এসি চাহিদা নতুন মডেলের এসির থেকে কম তাই এগুলো দামও কম থাকে ।
জেনারেল এসির দাম ও শোরুম ঠিকানা
কম দামে এসির নাম ও দাম
ব্রান্ড | ক্যাপাসিটি | মডেল | দাম |
---|---|---|---|
চিগো | ১ টন | TC121T | ২৪,০০০ টাকা |
হাইকো | ১ টন | Haiko HA-12KT410 | ৩০,০০০ টাকা |
মিডিয়া | ১ টন | MSM12CR | ৩১,০০০ টাকা |
হায়ার | ১ টন | HSU-12AQuaCool | ৩৪,০০০ টাকা |
শাওমি | ১ টন | Viomi A1 | ৩৫,০০০ টাকা |
গ্রী | ১ টন | GS-12FA410 | ৩৭,০০০ টাকা |
ভিশন | ১ টন | APC 3D Pro | ৩৭,০০০ টাকা |
ক্যারিয়ার | ১.৫ টন | carrier split | ৩৯,০০০ টাকা |
ওয়ালটন | ১ টন | WSN-DIAMIND-12F | ৪৮,০০০ টাকা |
বিকাশ দিয়ে টাকা ছাড়া কেনাকাটার নিয়ম
বাসার জন্য কোন এসি ভালো
বাসার জন্য এসি কিনতে চাচ্ছেন কিন্তু বাসা বা বাড়ির জন্য কোন এসি ভালো হবে তা জানেন না। বাসাবাড়ির জন্য এসি কিনতে হলে কিছু বিষয় মাথায় রাখতে হবে তা হলো এসি ইনভার্টার বা নন ইনভার্টার কিনা, এসি ক্যাপাসিটি কত, এনার্জি রেটিং ও দাম । এসব বিষয় জানা থাকলে আপনি অবশ্যই নির্ধারণ করতে পারবেন আপনার বাসার জন্য কোন এসি ভাল হবে
- বাসার জন্য এসি কিনতে হলে প্রথমে আপনাকে এসির ক্যাপাসিটি জানতে হবে। অর্থাৎ আপনার রুমের জন্য যে এসি কিনবেন তা কয় টন হবে, আপনার রুম কত স্কয়ার ফিট সেটা হিসাব করতে হবে । যেমন : ১০০ থেকে ১৫০ স্কয়ার ফিটের জন্য ১ টন এসি প্রয়োজন, আবার ১৫০ থেকে ২০০ স্কয়ার ফিটের জন্য ২ টন এসি প্রয়োজন ।
- কোন ধরনের এসি কিনবেন ইনভার্টার নাকি নন ইনভার্টার সেটা অনেকেই বুঝতে পারেন না । আপনি অবশ্যই ইনভার্টার এসি কিনবেন কারণ ইনভার্টার এসি গুলো ভালো মানের হয়, বিদ্যুৎ বিল কম আসে, আপনার রুম সহজেই ঠান্ডা করবে।
- যে এসি কিনবেন সেটার এনার্জি রেটিং কত তা দেখতে হবে। কারণ এনার্জি রেটিং এর উপর বিদ্যুৎ বিল কম বেশি হয়। এসি কেনার ক্ষেত্রে অবশ্যই ৫ স্টার এনার্জি রেটিং এসি কিনবেন। এতে করে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং বিদ্যুৎ বিল কম আসবে।
Awesome https://shorturl.at/2breu